ফিলিপিন্সের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ (স্থানীয় নাম: উয়ান)। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। ...
ফিলিপিন্সের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’ (স্থানীয় নাম: উয়ান)। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। এটি রবিবার(৯ নভেম্বর) রাতে স্থলভাগে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। ইতোমধ্যেই উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস এবং ব্যাপক ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফাং-ওয়ং প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে এবং এর প্রভাব পড়বে প্রায় পুরো ফিলিপিন্সজুড়ে। ইতোমধ্যেই পূর্বাঞ্চলের বিকোল ও সামার এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।
২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করেছে।সেই সাথে ১০০–২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
উপকূলীয় এলাকায় পাঁচ মিটার উচ্চতার ঢেউ ওঠার আশঙ্কা। কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ রাখার এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এ সতর্কতা এমন এক সময়ে এসেছে, যখন মাত্র কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ‘কালমেগি’ ওই অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। ফিলিপিন্সে ২০৪ জন এবং ভিয়েতনামে ৫ জন নিহত হন। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত, হাজারো ঘরবাড়ি ধ্বংস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিয়েতনামে এখনো ৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন এবং ২,৮০০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাং-ওয়ং-এর সম্ভাব্য আঘাতের আগে কিছু স্থানীয় সরকার সোমবারের ক্লাস স্থগিত করেছে। জাতীয় বিমান সংস্থা কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।
