ভারতের আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। বিল অনুযায়ী, কেউ একাধিক বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্...
ভারতের আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। বিল অনুযায়ী, কেউ একাধিক বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। আগামী ২৫ নভেম্বর আসাম বিধানসভায় এ বিলটি পেশ করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বিলটি পাস হলে আসামে বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।”
তবে নতুন আইনের আওতার বাইরে থাকবে আসামের উপজাতি জনগোষ্ঠী। ষষ্ঠ তফশিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না।

