ঝালকাঠি জেলার যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের মধ্যে পড়ে ছিল ওই নেত্রীর লাশ। আর ওই কক্ষের সামনে রাম...
ঝালকাঠি জেলার যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের মধ্যে পড়ে ছিল ওই নেত্রীর লাশ। আর ওই কক্ষের সামনে রামদা নিয়ে বসে ছিলেন তার স্বামী বরিশাল বিএনপির বহিষ্কৃত নেতা হিরন আহমেদ লিটু।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড টাউন হলের সামনে কেকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত ৯টায় লাশটি উদ্ধার হলেও বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সাবেক এই প্রভাবশালী নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নগরীজুড়ে।
কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুল মাজেদ জানান, আমরা সরকারি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে লাশটি পড়ে আছে। আমাদের সিনিয়র কর্মকর্তারা এলে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে তারা সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
কেকার ভাই টুটুল বলেন, কেকাকে হত্যা করেছে তার স্বামী ও তার পরিবার। মৃত্যুর খবর চাপা রাখতে কাউকে জানায়নি কেকার শ্বশুরবাড়ির লোকজন। এমনকি আমরা উপস্থিত হয়ে দেখতে পাই- যে রুমের ভেতরে কেকার লাশ, সেই রুমের সামনে লিটু একটি রামদা নিয়ে বসে আছে। রুমে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। পুলিশ আসার পর রুমে প্রবেশ করি। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করবেন তারা।