দেশের ভোটারদের সাম্প্রতিক মনোভাব নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনের নতুন চিত্র। ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি, রংপুরে শীর্...
দেশের ভোটারদের সাম্প্রতিক মনোভাব নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনের নতুন চিত্র। ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি, রংপুরে শীর্ষে জামায়াতে ইসলামী, আর বরিশালে এগিয়ে আওয়ামী লীগ। এই জরিপটি পরিচালনা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিং। জরিপটির শিরোনাম ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড’।
গত সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গবেষকরা। আলোচনায় মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।
জরিপের ফল অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। ময়মনসিংহে বিএনপি ৪৫ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৫ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ১৭ দশমিক ৩ শতাংশ ও এনসিপি ৪ দশমিক ৭ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে। সিলেটে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ; রাজশাহীতে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ; খুলনায় বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ; ঢাকায় বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ এবং জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ; চট্টগ্রামে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ সমর্থন পেয়েছে।
সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ স্থানে রয়েছে। ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ জন নাগরিকের মধ্যে। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামীণ ও ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে। পুরুষ ৫৪ দশমিক ২ শতাংশ, নারী ৪৫ দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ শূন্য দশমিক ৪ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এই জরিপের ফলাফল দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন ইঙ্গিত দিচ্ছে।
AAAAAA