যুক্তরাষ্ট্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এনসিপি নেতাদের সুরক্ষা দেওয়া মারুফ রহমান সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শ...
যুক্তরাষ্ট্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এনসিপি নেতাদের সুরক্ষা দেওয়া মারুফ রহমান সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের নেতা বলে জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘এনসিপি না হয় ছোট দল, লোকবল কম। কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল। অথচ বিএনপি নেতাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের!’
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব কথা বলেছেন পিনাকী ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাঙ্গামা বাধাতে এসেছিল। তখন জামায়াত-শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা বিএনপির ও এনসিপির নেতাদেরকে গার্ড দিয়ে দারুনভাবে এস্কর্ট দিয়েছে।’ এর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: ডিম ছোড়ে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেন আখতার
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ‘নাম ধরে’ ডেকে নানাভাবে অসম্মান করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
AAAAAA