শিক্ষাসনদ ভুয়া প্রমাণিত হওয়ায় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের আ...
শিক্ষাসনদ ভুয়া প্রমাণিত হওয়ায় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের আবেদন নামঞ্জুর করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এরপর বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিয়ে কামরুল হাসান খন্দকার কোম্পানিটির সিইও হওয়ার চেষ্টা করেন। সিইও পদ নবায়ন করতে আইডিআরএ’র কাছে তিনি নতুন যে আবেদন করেছেন, সেখানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নামে একটি ভুয়া সুপারিশপত্র দিয়েছেন। সেই সুপারিশপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সই জাল করে একটি সিল ব্যবহার করেন।
জানা যায়, কামরুল হাসানের নিয়োগ নবায়নের আবেদন করা হয় ২০২৩ সালের ৭ নভেম্বর। ওই আবেদনে তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয় ভারতের উত্তর প্রদেশের ডিমড ইউনিভার্সিটি থেকে ২০০২ সালে দূরশিক্ষণে এমবিএ পাস।
আবেদনের ২৯ দিন পর ৬ ডিসেম্বর আইডিআরএকে পাঠানো একটি চিঠিতে কামরুল হাসানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইবাইস ইউনিভার্সিটির দুটি সনদ দাখিল করা হয় এবং সেগুলো তার আবেদনে যুক্ত করার অনুরোধ জানানো হয়। ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র অনুসারে কামরুল হাসান খন্দকার বিএসএস পাস করেন ২০১৯ সালে এবং এমবিএ পাস করেন ২০২১ সালে।
