শহীদ সোহাগ ভাইয়ের ছোট সন্তানটি বাবাহারা হয়ে আজ নিঃস্ব ও অশ্রুসিক্ত। সেই শিশু যখন বাবার জন্য কান্নায় ভেঙে পড়েছে, তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে ...
শহীদ সোহাগ ভাইয়ের ছোট সন্তানটি বাবাহারা হয়ে আজ নিঃস্ব ও অশ্রুসিক্ত। সেই শিশু যখন বাবার জন্য কান্নায় ভেঙে পড়েছে, তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বেদনাবিধুর চিত্র। সেই হৃদয়বিদারক দৃশ্য এক মানবিক হৃদয়বান ব্যক্তি হাফেজ ক্বারি জোবায়ের আহমেদ তাশরীফ হৃদয়ে নাড়া দেয়।
সাহসিকতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দিয়েছেন— “শহীদ সোহাগ ভাইয়ের ছেলের পড়ালেখার সকল দায়িত্ব আমি নিতে চাই।”
আরও পড়ুনঃ ঘুমের মধ্যে লালা ঝরে কেন? কোন রো’গের লক্ষণ নয় তো? দেখেনিন
তিনি আরও বলেন, “এতিম ছেলেটার কান্নায় হৃদয় চৌচির হয়ে যাচ্ছে। তাই আমি চুপ করে থাকতে পারি না। তার ভবিষ্যতের দায়িত্ব নিতে চাই।”
এই মহান উদ্যোগ বাস্তবায়নে তিনি শহীদ সোহাগ ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। যদি কারও মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন:
যোগাযোগ: ০১৯৬৮৮৪২৯৬২ (হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন)
