২০১৩ সালের পর ফের চট্টগ্রাম কিংস নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে ফেরার ঘোষণা দেয়ার পর থেকে ...
২০১৩ সালের পর ফের চট্টগ্রাম কিংস নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে ফেরার ঘোষণা দেয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দিনে দুই বড় তারকাকে ডেরায় ভেড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম কিংস।
আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি (বাঁয়ে) ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: সংগৃহীত দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারের বিপিএল আসর মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিপিএল আয়োজনের নিশ্চয়তা দিয়েছে বিসিবি। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশ নিচ্ছে না।
এছাড়া নতুন মালিকানায় ফিরছে ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রামের মালিকানায় ফিরেছে সামির কাদের চৌধুরী। মালিকানা ফিরে পাওয়ার পর বিদেশি খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হায়দার আলি, উসমান খানদের দলে টানার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল তারা। এবার মঈন ও ম্যাথিউসের বিষয়টিও নিশ্চিত করল ফ্র্যাঞ্চাইজিটি।

